কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে বিজিএফ কর্মসূচিতে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে বিজিএফ কর্মসূচিতে অর্থ আদায়ের অভিযোগ
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯


কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ বিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ গুরুতর অভিযোগ এনে সংরক্ষিত মহিলা মেম্বার শাহানারা বেগম শানুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার।
বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, শাহানারা বেগম শানু শঠ, প্রতারক, হৃদয়হীন। সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধাভোগী মানুষের কাছ থেকে মহিলা মেম্বার কুট কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। চেয়ারম্যান আরও জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকা তিনি মহিলা মেম্বারদের করতে দায়িত্ব প্রদান করেন। এসময় ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানারা প্রত্যেক গর্ভবতী নারীদের কাছ থেকে ২৫০০ করে টাকা আদায় করেন। এদের মধ্যে দুইজন নারী আয়শা ওরফে খুকুমনি ও রেখা পারভিন টাকা দিতে অস্বীকুতি জানায় এবং তাঁর (চেয়ারম্যান) কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান এনিয়ে মহিলা মেম্বারকে তিরষ্কার করেন এবং সকলের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহানারা বেগম অতিসম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শাকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ ছাড়া বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন মেম্বার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, তিনি এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। পেলে তদন্ত স্বাপেক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন। অভিযুক্ত মহিলা মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথা বানোয়াট। বরং তিনি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগন্ডা ছড়াচ্ছেন।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৫:০৫:৪৬ ● ৭৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ