দুমকিতে ফেরীঘাটের গ্যাংওয়ে ভেঙ্গে পারাপার বন্ধ

প্রথম পাতা » সর্বশেষ » দুমকিতে ফেরীঘাটের গ্যাংওয়ে ভেঙ্গে পারাপার বন্ধ
বৃহস্পতিবার ● ৪ এপ্রিল ২০১৯


দুমকিতে ফেরীঘাটের গ্যাংওয়ে ভেঙ্গে পারাপার বন্ধ

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী জেলার দুমকি-বাউফল সড়কের চরগরবদি ফেরিঘাটের গ্যাংওয়ে ব্রিজ ভেঙ্গে মালবাহী ট্রাক আটকে যাওয়ায় ফেরী পারাপার বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাথর ভর্তি একটি ট্রাক চরগরবদি ফেরী পারাপারের জন্য  ফেরীতে উঠতে গেলে গ্যাংওয়ে পল্টুন ভেঙ্গে ট্রাকটি আটকে যায়। ফলে বাউফলের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেলার বাউফল দশমিনা ও গলাচিপা রুটের সকল যানবাহন পারাপার বন্ধ রয়েছে। এতে এ রুটে চলাচলকারী ব্যবসায়ীক পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স ও দূরপাল্লার বাস চলাচেেল জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে।
ঘাট সুপারভাইজার মোস্তাফিজুর রহমান বাবুল জানান, গ্যাংওয়ে আটকে থাকা ট্রাক অপসারণ করা হয়েছে। পন্টুন ঠিক করার জন্য টেকনিক্যাল লোকজনদের খবর দেয়া হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, সংস্কার করতে সময় লাগতে পারে। সকলকে বিকল্প সড়ক পথ ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৫ ● ৫৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ