চরফ্যাশনে ইলিশ খাওয়া নিষিদ্ধ ঘোষণা!

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ইলিশ খাওয়া নিষিদ্ধ ঘোষণা!
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯


---

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
সরকারের অবরোধ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। তাই আগামী পহেলা বৈশাখ সামনে রেখে ইলিশ মাছ ধরার যেমনি নিষিদ্ধ, তেমনি খাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন চরফ্যাশন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য বিভাগের অভয়াশ্রম নিয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ জয়নাল আবেদীন আখন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার, সমবায় কর্মকর্তা আবদুল মতিন উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ খাননা তাই আমরাও সরকারি কর্মকর্তা কর্মচারীগন তা বর্জন করার ঘোষণা দিচ্ছি। যেহেতু আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা নিষিদ্ধ এবং অভয়াশ্রম রয়েছে। আগামী ১৪ এপ্রিল হল পহেলা উৎসব। এ নিষিদ্ধ সময় পহেলা বৈশাখে কোন সরকারি-বেসরকারি অন্ষ্ঠুানে ইলিশ খাওয়া নিষিদ্ধ থাকবে। সরকারি ভাবে বাজার মনিটরিংয়ের ব্যবস্থাও থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২১ ● ৫৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ