আমতলী সাগরকন্যা প্রতিনিধি।
আমতলী মফিজ উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ে শিক্ষক - কর্মচারীদের ১৬ মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতন-ভাতা বন্ধ থাকায় শিক্ষক-কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে মানবেতন জীবন যাপন করছে। মঙ্গলবার সকালে বেতন ভাতার দাবীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষক -কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
জানাগেছে, ২০১৭ সালের ২৭ মে কোন কারন ছাড়াই আমতলী মফিজ উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবিরকে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এলিজ বেগম চাকুরীচ্যুত করেন। পরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দায়িত্ব দেয়। প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবিরকে চাকুরীচ্যুত করে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া সভাপতির এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন শাহ আলক করিব। উচ্চ আদালত বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এলিচ বেগমের আদেশকে অবৈধ ঘোষনা করে প্রধান শিক্ষক শাহ আলম কবিরকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য নির্দেশ দেয়। কিন্তু সভাপতি উচ্চ আদালতের আদেশ অমান্য করে প্রধান শিক্ষক শাহ আলম কবিরকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। প্রধান শিক্ষক শাহ আলম কবিরকে চাকুরীচ্যুতির পর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের স্বাক্ষরে বেতন ভাতা উত্তোলন করে আসছে শিক্ষকরা। এদিকে প্রধান শিক্ষক শাহ আলম কবির উচ্চ আদালতের আদেশ ২০১৭ সালের অক্টোবর আমতলী সোনালী ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষকদের অনুকুলে বেতন-ভাতা দেয়া বন্ধ করে দেয়। ওই সময় থেকে গত ১৬ মাস ধরে আইনি জটিলতায় শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতন-ভাতা বন্ধ থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ বছর ১৩ ফেব্রুয়ারী বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন প্রধান শিক্ষক কিন্তু সাবেক সভাপতি এলিচ বেগম এ কমিটি গঠনে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ শিক্ষকদের। এ বেতন-ভাতা ও নতুন কমিটি গঠনের দাবীতে মঙ্গলবার সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাছলিমা পারভীনের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবদুর রশিদ, উপজেলা জাপা সভাপতি, অভিবাবক আঃ রাজ্জাক হাওলাদার, আহসান হাবিব দুলাল, শিক্ষক আবু হানিফ বিএসসি, শাহজাহান বিএসসি, সফিউল আলম, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদল, শিক্ষক শাহাবুদ্দিন খান, শাহানাজ পারভীন, রাজিব কুমার কর্মকার, দশম শ্রেণীর শিক্ষার্থী সুন হেরা খান প্রমুখ। মানববন্ধন শেষে বেতন ভাতার ও নতুন কমিটি গঠনের দাবীতে আমতলী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।