কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগ নেতা-কর্মীসহ আহত-৫

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » কলাপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আ’লীগ নেতা-কর্মীসহ আহত-৫
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রবীন আওয়ামী লীগ নেতাসহ ছয় নেতা-কর্মী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত আটটার দিকে উপজেলার মহিপুর থানার শেখ রাসেল সেতুর স্লোপ এলাকায়।
মহিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. আনোয়ার হোসেন জানান, নির্বাচন শেষে আওয়ামী লীগের সকল নেতা-কর্মী মহিপুর বাজারে বিজয় মিছিল শেষে দলীয় কার্যালয় গিয়ে বসেন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান কোক্কার সমর্থক মো. সেহাগ আকনের নেতৃত্বে মো. তামিম আকন, রেজাউল আকর, জামাল হাওলাদার, কামাল হাওলাদারসহ একদল সন্ত্রাসী আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা চালায়।
হামলায় মারাত্মক আহত হয় মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীন রাজনীতিক ও মহিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নুরুল ইসলাম হাওলাদার (৬৮), ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সগির হোসেন (৩৪) ও ইউনিয়ন যুবলীগের সদস্য আনোয়ার হোসেনসহ (৩৮) পাঁচ জন আহত হয়। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শনিবার সন্ধ্যা সাতটার দিকে কলাপাড়া পৌরশহর এলাকায় হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান কোক্কার সমর্থক মো. মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে নৌকার সমর্থকরা।
এব্যাপারে মহিপুর থানা ওসি মো. সাইদুল ইসলাম জানান, নির্বাচন পরবর্তী মহিপুর বন্দরে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সোহাগ আকনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৫:০১ ● ৯১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ