বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন কলাপাড়ায় কম ভোট কাস্ট হওয়ায় নির্বাচন প্রত্যাখ্যান

প্রথম পাতা » সর্বশেষ » বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন কলাপাড়ায় কম ভোট কাস্ট হওয়ায় নির্বাচন প্রত্যাখ্যান
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী আনারস প্রার্থীর অন্তত ২০ কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনে মাত্র ৩৫ দশমিক ৫২ ভাগ ভোট কাস্ট হয়েছে। তাই পুনঃনির্বাচনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন। সোমবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমনসব অভিযোগ ও দাবি করেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান কোক্কা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সোমবার দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় ইদ্রিস খান(৪০) নামের এক আনারস প্রতীকের সমর্থকের উপর হামলা চালায় একদল প্রতিপক্ষ। তাকে রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া রবিবার রাতে আনারস প্রতীকের সমর্থক কবির মৃধা, ইমরান, রব ফরাজী, নাসির মোল্লাসহ ২০ জনের উপর হামলা চালানো হয়। আনারস প্রতীকের প্রার্থী এ হামলার জন্য নৌকার সমর্থকদের দায়ী করেন। এছাড়া তিনি কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ করেন।
নৌকা প্রতীকের প্রধান এজেন্ট ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার বলেন, এতো সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ইতোপুর্বে আর হয়নি। এছাড়া হামলা মারধরের কথা সম্পুর্ণ মিথ্যা। উল্টো আওয়ামী লীগের মহিপুর অফিসে আনারস প্রতীকের সমর্থকরা হামলা চালায়। আওয়ামী লীগের সিনিয়র নেতা নুর ইসলাম হাওলাদার ও তার ছেলেসহ অসংখ্য নেতাকর্মী এতে আহত হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৩:২৭ ● ৮৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ