গলাচিপায় এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
সারা দেশের ন্যায় গলাচিপা উপজেলায় কঠোর ব্যবস্থাপনায় এইচএসসি সমমান পরীক্ষা নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ৫ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্বে উপজেলা প্রশাসন ও পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম পরীক্ষার প্রশ্নপত্র থানা পুলিশের ভল্টার থেকে সংগ্রহ করে প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেন এবং পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপার প্রতিটি কেন্দ্রে পরিদর্শন করেন পরে এইচএসসি সমমান পরীক্ষা সংক্রান্ত সকল সরকারি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এবারের এইচএসসি পরীক্ষায় গলাচিপা সরকারি কলেজ অধ্যক্ষ মো. ফোরকান কবির জানায় যে, তার কেন্দ্র থেকে ৭শত ২৫ জন এবং বি.এম শাখায় ২শত ১৭জন এবং গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া জানায় যে, তার কেন্দ্র থেকে ৭শত ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৪৬ ● ৫৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ