বাউফলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী

প্রথম পাতা » সর্বশেষ » বাউফলে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বাউফলে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। একই সাথে স্থানীয় আওয়ামী লীগের সমর্থিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন।
৪র্থ ধাপে বাউফলে রোববার অনুষ্ঠিত হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোড়া মার্কার প্রার্থী ইঞ্জিঃ মজিবুর রহমানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে নির্বাচনের শুরুতে আভাস পাওয়া গেলেও ফলাফলে সেরকমটা হয়নি। ঘোড়া মার্কার প্রার্থী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানোর ফলে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ, আনসার-ভিডিপি, র‌্যাব, কোস্ট গার্ড, বিজিবি এবং গোয়েন্দা বিভাগের বহু সংখ্যক সদস্যদের নিয়োগ দিয়ে সকল ভোট কেন্দ্রকে নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসেন। সরেজমিন দেখা গেছে, ভোটারদের উপস্থিতি কম হলেও কোথাও থেকে কোন জাল ভোটের অভিযোগ মেলেনি। তবে ভোট কেন্দ্রে সংখ্যালঘুদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
বাউফলে মোট ভোটার ২ লাখ ৫১ হাজার ৮৭৩ জন। ভোট গ্রহণের জন্য ১০৮ টি কেন্দ্র স্থাপণ করা হয়েছিল। রোববার রাত ১০ টার দিকে ১০৮ টি কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আবদুল মোতালেব হাওলাদার ৫৪ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ঘোড়া মার্কার প্রার্থী ইঞ্জিঃ মজিবুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৯৬২ ভোট। একই সাথে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খান ৫৪ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম তালা মার্কার প্রার্থী রাহাত জামসেদ পেয়েছেন ৩১ হাজার ৩৯৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস মার্কার প্রার্থী মোসা. মরিয়ম বেগম নিসু ৫৬ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম কলস মার্কার প্রার্থী  নাসরিস সিদ্দিকা পেয়েছেন ৩০ হাজার ৬০৯ ভোট।  চেয়ারম্যান পদে ৩৬.১, ভাইস চেয়ারম্যান পদে ৩৬.৩৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪.৭০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছেন। এদিকে দাশপাড়া ইউপির চর আলগী কেন্দ্রে এবং বগা ইউনিয়নের রাজনগর কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ নিজেরা ঘোড়া মার্কার পক্ষে জাল ভোট দিলে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেও মানবিকতার কারণে তাদেরকে কোন সাজা দেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:১৯ ● ৮৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ