নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আঃ হকের জয়

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আঃ হকের জয়
সোমবার ● ১ এপ্রিল ২০১৯


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রোববার প্রশাসনের করা নিরাপত্তায় ভোটকেন্দ্রে উপস্থিত ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে। উপজেলায় ৬৯টি কেন্দ্রে মোট ১,৬৩,১৪৫ ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক (আনারস) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৮শ’ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের (নৌকা) প্রতীকের প্রার্থী এসএম মুইদুল ইসলাম পেয়েছেন ২৮ হাজার ২শ’ ৯৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রনি দত্ত জয় ২১ হাজার ৬শ’ ২৯ ভোট (চশমা) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নারগিস জাহান ২০ হাজার ৮শ’ ৩৬ ভোট (কলস) পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নেছারাবাদ উপজেলায় এবারের নির্বাচনে সাধারণ জনগনের মনে স্বস্তি ফিরে এসেছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকতা সরকার আব্দুল্লাহ আল-মামুন (বাবু) রোববার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৩৪:২৫ ● ৭৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ