ঢাকা সাগরকন্যা অফিস॥
বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির থলের বেড়াল বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বনানীতে আগুন লাগার পর বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে, দেশে গণতন্ত্র না থাকায় সেখানে আগুন লেগেছে। আগুনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? পুরান ঢাকায় আগুন লাগার পরও তারা এই কথা বলেছিলো।’ রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ের দক্ষিণ আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজন ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায়’ তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে বনানীর অগ্নিকাণ্ডে বিএনপির থলের বেড়াল বেরিয়ে গেছে। ১৮ তলা ভবনের অনুমোদন নিয়ে আরও ৫ তলা বাড়ানো হয়েছে। বর্ধিত ৫ তলার মালিক বিএনপির কুড়িগ্রাম জেলার সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য। তাকে গতকাল (শনিবার) গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেব কি বলবেন?’
হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি অভিযোগ করছে অগ্নিনির্বাপণ যন্ত্র না কিনে সরকার সমরাস্ত্র কিনছে। বিএনপির কাছে আমার প্রশ্ন তাহলে কি আমাদের সমরাস্ত্র কিনতে হবে না? আমাদের সেনাবাহিনী শান্তি রক্ষার ক্ষেত্রে উদাহরণ সৃষ্টি করেছে। আমাদের সেনা সদস্যরাও বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। আমাদের সমরাস্ত্রের জন্য জাতিসংঘও পয়সা দেয়। নিজেদের প্রয়োজনেই আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে।’ আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘আমি মনে করি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তার বিরুদ্ধে বিএনপির সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। আপনারা সেটি না করে সব কিছুতে রাজনীতি করার চেষ্টা করছেন। আমি আপনাদের অনুরোধ জানাবো রাজনীতিকরণ না করে সবাই মিলে পীড়িতদের পাশে দাঁড়াই। আর যারা বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করছে, তাদের বিরুদ্ধে সকল দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।’ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফায়ার স্টেশন ও ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধি পেয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে বাংলাদেশ ফায়ার স্টেশন ছিলো ২০৪টি এখন ফায়ার স্টেশন ৪০২টি। জনবল ছিলো ৪ হাজার ৩৭৭ জন, বর্তমানে তা ১০ হাজার ৮৮০ জন। বর্তমান আওয়ামী লীগ সরকার ৪৯টি ক্যাটাগরিতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম কিনছে। ফায়ার সার্ভিসকে আরও আধুনিক করার কাজ করে যাচ্ছে।’ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকতার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।