তজুমদ্দিন উপজেলা নির্বাচনে প্রার্থীর ওপর হামলা-গাড়ি ভাংচুর

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিন উপজেলা নির্বাচনে প্রার্থীর ওপর হামলা-গাড়ি ভাংচুর
রবিবার ● ৩১ মার্চ ২০১৯


তজুমদ্দিন হামলায় ভাংচুর হওয়া গাড়ী ।

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বেগম শিলার উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা সদরে থানার পাশে মডেল স্কুলের সামনে এ হামলা চালানো হয়। এ সময় প্রার্থী ও তার স্বামী নির্বাচনী কাজে থানায় আসছিলেন। ফুটবল প্রতীকের প্রার্থী কোহিনূর বেগম শিলার স্বামী এ্যাডভোকেট শাহাবুদ্দিন গাজী বলেন, কলস প্রতীকের প্রার্থী ফাতেমা বেগম সাজুর নেতৃত্বে তার ছেলে-মেয়েসহ প্রায় ১০/১৫ জন আমাদের গাড়ীতে অতর্কিত হামলা ও ভাংচুর চালিয়ে আমাদের মারপিট করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, পঞ্চম উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপে ৩১ মার্চ তজুমদ্দিনে উপজেলা পরিষদের নির্বাচন চলছে।

বাংলাদেশ সময়: ৮:২২:৫৭ ● ৫৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ