ঝিনাইদহে অটোরিকশা উল্টে চালক নিহত

প্রথম পাতা » খুলনা » ঝিনাইদহে অটোরিকশা উল্টে চালক নিহত
সোমবার ● ২১ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

ঝিনাইদহ সাগরকন্যা প্রতিনিধি॥
ঝিনাইদহ সদর উপজেলায় অটোরিকশা উল্টে চালকের মৃত্যু হয়েছে। উপজেলার বাড়িবাথান গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী মিজানুর রহমান জানান। নিহত শিমুল হোসেন (১৮) ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে। ওসি বলেন, শহরের করাতিপাড়া গ্রাম থেকে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন শিমুল।পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন।

এফএন/এনইউবি

বাংলাদেশ সময়: ১৩:৪৯:১৮ ● ৫৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ