কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১
শনিবার ● ৩০ মার্চ ২০১৯


---

কক্সবাজার সাগরকন্যা অফিস॥
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক ও ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শনিবার ভোরে হাবিরছড়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসাইন (২৮) টেকনাফ ইউনিয়নের বাহারছড়া এলাকার নবী হোসাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও হত্যাসহ চারটির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি প্রদীপ বলেন, হাবিরছড়ার পাহাড়ি এলাকায় মাদক লেনদেনের জন্য লোকজন জড়ো হয়েছে বলে খবর আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোমাত্র সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। মাদক ব্যবসায়ীরা অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থলে হোসাইনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখা যায়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থলে তল্লাশি চলিয়ে দুই হাজার ইয়াবা, তিনটি বন্দুক ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হোসাইন একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক, ডাকাতি, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ আরও কয়েকটি অভিযোগে টেকনাফ থানায় চারটির বেশি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি প্রদীপ কুমার দাশ।

বাংলাদেশ সময়: ১২:০৪:০০ ● ৬৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ