বানারীপাড়ায় এমপির নির্দেশের পর শিশুর লাশ উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় এমপির নির্দেশের পর শিশুর লাশ উদ্ধার
শনিবার ● ৩০ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় এমপির নির্দেশের চার ঘন্টার মধ্যে সন্ধ্যার শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ও দমকলকর্মীরা।
জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় উপজেলার উদয়কাঠী বাজার সংলগ্ন ব্যবসায়ী মো. হারুন আকনের ছেলে ও ইউনিয়ন প্রগতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র মো. জিহাদ হোসেন (৭) প্রতিদিনের ন্যায় তার তিন বন্ধু নিয়ে সন্ধ্যা নদীর শাখা নান্দুহার নদীতে গোসল করতে যায়। এ সময় সে জলে ডুবে নিখোঁজ হয়। পরে তার পরীবার ও স্থানীয়রা অনেক খোঁজা-খুজি করে না পেয়ে এ ঘটনাটি বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলমকে জানায়। স্থানীয় এমপি এ বিষয়টি জেনে দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধার করার জন্য বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমানকে নির্দেশ দেন। তিনি বানারীপাড়া ফায়ার র্সাভিসের সহায়তা নিয়ে ওই দিন সন্ধ্যা ৭টায় উদয়কাঠী বাজার সংলগ্ন নান্দুহার নদী থেকে শিশু জিহাদকে উদ্ধার করেন। এ সময় স্থানীয় পল্লী চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি তদন্ত) মো. আবুল খায়ের ওই শিশুর লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করে তার পিতা মো. হারুন আকনের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় কারও কোন অভিযোগ না থাকায় উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী শিশু জিহাদের লাশ তার পরীবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমান জানান।

বাংলাদেশ সময়: ০:৩৪:০৩ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ