দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের সাত নেতাকর্মী বহিষ্কার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কলাপাড়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের সাত নেতাকর্মী বহিষ্কার
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, শুক্রবার দলের এক বিশেষ সভার সিদ্ধান্তে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক আকন্দ, জাতীয় শ্রমিক লীগের মহিপুর থানা শাখার সাবেক সভাপতি মো. সোহাগ আকন, টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনারশ প্রতীকের সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, পৌর যুবলীগের সহ-সভাপতি টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, চাকামইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত, চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আল-আমিন ও চাকামইয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিক হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, এরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের এসএম রাকিবুল আহসানের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে অভিযোগ ওঠে। যা দলীয় সিদ্ধান্তের পরিপন্থী। এব্যাপারে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মশিউর রহমান শিমু বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয় এদের দল থেকে কাউকে বষ্কিারের সুযোগ নেই।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৩ ● ৩৬৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ