মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭

প্রথম পাতা » ঢাকা » মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


---

মাদারীপুর সাগরকন্যা প্রতিনিধি॥
মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক। হতাহতরা সবাই মুসল্লি। ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে বাসে করে বাড়ি ফিরছিল তারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলাবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭) ও সায়েম (২৫)। এদের সবার বাড়ি সদরের ভাঙ্গাব্রিজ এলাকায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভাঙ্গাব্রিজ এলাকার একদল মুসল্লি ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে বাসে করে ফিরছিল। বাসটি কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। আহত হয় অন্তত অর্ধ শতাধিক যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা সম্মিলিতভাবে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিন জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছে। আহত আছে অর্ধশত। নিহতের সংখ্যা বাড়তে পারে। আমরা আহতদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি। জেলা পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় সাতজন নিহত হলেও এ সংখ্যা বাড়তে পারে। এদিকে এ দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩:৪৩:১৫ ● ৪৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ