শিক্ষার্থীদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রথম পাতা » বরিশাল » শিক্ষার্থীদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


---

বরিশাল সাগরকন্যা অফিস॥
উপাচার্যের পদত্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, গত বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের স্বাক্ষরে এক নোটিসে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের না রাখা এবং উপাচার্য ইমামুল হকের একটি মন্তব্যকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে ১২ দফা দাবিতে গত বুধবার দিনভর তাদের বিক্ষোভ চলার পর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওই ঘোষণা আসে। সেখানে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে’ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বৃহস্পতিবার থেকে ক্লাস, পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ ছেড়ে যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৩:৩২ ● ৫৯৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ