বরিশালে আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম পাতা » বরিশাল » বরিশালে আবাসিক হোটেল থেকে প্রকৌশলীর লাশ উদ্ধার
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

বরিশাল সাগরকন্যা অফিস॥
বরিশাল নগরীর সদর রোডের আবাসিক হোটেল এ্যারিনার ৩০৪ নম্বর কক্ষ থেকে প্রকৌশলী গোলাম মোস্তফার (৬৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। গোলাম মোস্তফা ঢাকার আগারগাঁও এলজিইডি’র একটি প্রজেক্টের দায়িত্বে রয়েছেন। তার বাড়ি ঢাকার শেওড়াপাড়া এলাকায়। তিনি বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ হিসেবে বরিশালের সাইক্লোন শেল্টারের কাজ পরিদর্শনে এসেছিলেন। বরিশাল এলজিইডি’তে কর্মরত প্রকৌশলী আবদুল হামিদ খান বলেন, প্রকৌশলী গোলাম মোস্তফা দরজা খুলছেন না দেখে হোটেলের স্টাফরা আমাদের জানায়। এরপর আমরাও হোটেলে গিয়ে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানাই। পুলিশ এসে দরজা ভেঙে বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে। গোলাম মোস্তফা বাথরুমের ফ্লোরে উপুড় হয়ে পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে কমোডে থাকাবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে তার নাকমুখ ফেটে গেছে এবং বুক কালো হয়ে গেছে। প্রকৌশলী আবদুল হামিদ খান আরও জানান, বরিশালে বিশ্বব্যাংকের একটি প্রজেক্টের কাজ দেখার জন্য গত ২৬ মার্চ তিনি বরিশালে আসেন।ওই সময় থেকেই তিনি এ্যারিনা হোটেলে অবস্থান করছিলেন। বরিশাল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরীফ জামাল উদ্দিন জানান, প্রকৌশলী গোলাম মোস্তফা বিশ্বব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ। সম্প্রতি বরিশালে কিছু সাইক্লোন শেল্টারের কাজ সম্পন্ন হয়েছে। তিনি তা পর্যবেক্ষন করতে এসেছেন। তিনি গত বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এলজিইডি’র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি গৌরনদীর একটি সাইড পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৯ মিনিটের দিকে (সিসিটিভির রেকর্ড অনুযায়ী) হোটেল কক্ষে যান। হোটেলে ঢুকার পর থেকে তিনি আর কোনও ফোন রিসিভ করেননি। ধারনা করা হচ্ছে হোটেল কক্ষে যাওয়ার পরই তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, হোটেল এ্যারিনা থেকে প্রকৌশলী গোলাম মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৭ ● ৭৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ