গলাচিপায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

প্রথম পাতা » সর্বশেষ » গলাচিপায় ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

২৬শে মার্চ/১৯ গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে সকাল ৬ টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্ট কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে, আনন্দ ক্রীড়া ও শিশুদের রচণা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা ও জাতীয় দিবসে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন উদযাপন কমিটির সভাপতি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ। অনুষ্ঠানে গলাচিপা পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট দল সহ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা সহ শত শত নর-নারী মহান স্বাধীনতা দিবস উপভোগ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম প্রথমে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা সহ স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা ও দেশকে পরাধীনতার হাত থেকে বঙ্গবন্ধু ডাকে যেসমস্ত বীর মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করেছে জাতি চিরদিন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। এছাড়া তিনি বলেন, স্বাধীনতার এই ৪৮ বছরে বাংলাদেশকে সুখি-সমৃদ্ধি দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে দেশ প্রেম নিয়ে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়া উপজেলা আ’লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ, উপজেলা বি.এন.পি, গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা পৌরসভা, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ ও গলাচিপা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন স্মৃতিসৌধে বিন¤্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২১ ● ৩৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ