অবশেষে মহিপুরের নিজামপুরে বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু হচ্ছে

প্রথম পাতা » লিড নিউজ » অবশেষে মহিপুরের নিজামপুরে বেড়িবাঁধ মেরামতে দ্রুত কাজ শুরু হচ্ছে
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা রিপোর্ট॥
ভাঙ্গনকবলিত নিজামপুর-সুধিরপুর বন্যা নিয়ন্ত্রণবাঁধ মেরামতসহ উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে ৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন পাওয়া গেছে। সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় এ উন্নয়ন কাজ অচিরেই শুরু হবে। মহিপুর বাজার জোয়ারের পানি থেকে রক্ষায় একই প্রকল্পের আওতায় নদীর কোল ঘেষে একটি রাস্তা নির্মাণে ৫০ লাখ টাকা ব্যয় করারও ঘোষণা দিয়েছেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিব। সোমবার রাতে মহিপুর প্রেসক্লাবে সংসদ সদস্যকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব উন্নয়ন কাজের ঘোষণা দেন এমপি। এসময় উপস্থিত মহিপুর-নিজামপুর ও সুধীরপুর এলাকার ক্ষতিগ্রস্ত অসংখ্য মানুষ আবেগাপ্লুত হয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করেছেন।
মহিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আরও বলেন, মহিপুরে একটি শিল্পকলা একাডেমি স্থাপন করা হবে। একই সাথে ভাল পরিবেশে একটি জায়গা চিহ্নিত করে মহিপুর প্রেসক্লাবকে আধুনিক এবং সময় উপযোগী হিসেবে নির্মাণ করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মহিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক আকন, পটুয়াখালী জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ কালিম মোহাম্মাদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লব, বাংলাদেশ কোস্টাল জার্নালিস্ট সোসাইটির সভাপতি ও বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ জাহিদ রিপন, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ খলিলুর রহমান, মহিপুর এসআরওএসবি সমিতির সাবেক চেয়ারম্যান ডাঃ রুহুল আমিন দুলাল প্রমুখ।
এর আগে মহিপুর থানা শ্রমীক লীগ অফিস ও মহিপুর মৎস্য হ্যান্ডলিং শ্রমীক লীগ অফিস উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০৩ ● ৬৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ