পরিচালনায় আগ্রহী হিমু

প্রথম পাতা » বিনোদন » পরিচালনায় আগ্রহী হিমু
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা বিনোদন ডেস্ক॥

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী হোমায়রা হিমু এবার আগ্রহী হয়েছেন পরিচালনায়। নাটক অথবা টেলিফিল্ম পরিচালনা করতে চান তিনি। এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন ধরে আমি অভিনয় করছি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নাটক-টেলিফিল্ম পরিচালনা করার বিষয়ে নিজের মধ্যেই বেশ আগ্রহবোধ করছি। তবে সেটা কোনোরকমভাবে শুরু করতে চাই না। যথাযথ প্রযোজক পেলেই তা করবো। যদি তা এই মুহূর্তে পাই তবে এখনই পরিচালনায় আসতে চাই। মূল কথা ভালো গল্প, ভালো বাজেট নিয়েই নাটক- টেলিফিল্ম পরিচালনায় আসতে চাই।
কারণ, আমি যে কাজটি করবো তা যেন দর্শকের হৃদয়ে গেঁথে থাকে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:১৫ ● ৬৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ