কিন রোনালদোর কাছে শিখছেন

প্রথম পাতা » খেলা » কিন রোনালদোর কাছে শিখছেন
সোমবার ● ২৫ মার্চ ২০১৯


---

সাগরকন্যা স্পোর্টস ডেস্ক॥

ফিনল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জিতে ইউরো বাছাই শুরু করেছে ইতালি। দলকে জেতানোর পথে রেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী মোয়েস কিন। ফুটবলে আরও রেকর্ড ভাঙতে চান তিনি। তিনি অনুপ্রাণিত হচ্ছেন জুভেন্টাস সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে দেখে। তার কাছ থেকে অনেক কিছু শিখছেন এই তরুণ ফরোয়ার্ড।
৫০ বছরেরও বেশি সময় পর দেশের ফুটবল ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন কিন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি, এভাবে এগিয়ে যেতে চান ক্যারিয়ারের বাকি সময়। কিনের বিশ্বাস, জুভেন্টাসে রোনালদোর সঙ্গে খেলার সুযোগ তাকে বিকশিত করছে।
গত ৮ মার্চ উদিনেসের বিপক্ষে জুভেন্টাসের শুরুর একাদশে প্রথম জায়গা পান কিন। সিরি ‘এ’ তে এটি ছিল তার তৃতীয় ম্যাচ। রোনালদোর অনুপস্থিতিতে ৪-১ গোলে জয়ের এই ম্যাচে দুইবার লক্ষ্যভেদ করেন তিনি। এরইমধ্যে সবার আস্থা পেতে শুরু করেছেন কিন।
রোনালদোর সঙ্গে থেকে নিজেকে আরও এগিয়ে নিতে চান কিন, ‘আমি তার কাছ থেকে শিখি, প্রত্যেক দিনই। ট্রেনিংয়ের মাধ্যমে আমার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা বলছি আমি। অনেক রেকর্ড ভাঙার আছে, আমি সেগুলো ভাঙতে প্রস্তুত।’ গোল ডটকম

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৪ ● ৬৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ