রাজাপুরে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর অগিস্নংযোগ, আহত ১০

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হামলা ভাঙচুর অগিস্নংযোগ, আহত ১০
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


হামলা ভাঙচুর
সাগরকন্যা ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে নৌকা প্রতীকের প্রার্থী ও বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার বাগড়ি বাজারের বাজার পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ, একটি মোটর সাইকেল ভাঙচুর, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের ব্যক্তিগত অফিসে হামলা ও মনি মন্ডলের দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

এতে ব্যবসায়ী মনি মন্ডল, আ’লীগ নেতা নান্নু, রুবেল হোসেন, রহমান, মোকাম্মেল, মিঠু হোসেন, মিলন হোসেন ও ডিমন সিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকা প্রতীকের কয়েক কর্মী ওই এলাকা থেকে আসার পথে আ’লীগের বিদ্রোহী আনারস প্রতীকের সমর্থকদের হাতাতাতির ঘটনা ঘটে। এ ঘটনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন ওই স্থানে গেলে সংঘর্ষ শুরু হয়। এসময় একটি মোটর সাইকেলে আগ্নিসংযোগ ও একটি দোকানে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি শান্ত করে।

এদিকে বিকেলে বাইপাস এলাকায় নৌকার সমর্থক সোনা মৃধা, পলাশ ও রায়হানকে কুপিয়ে জখম করেছে আনারস প্রতীকের সমর্থকরা। ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল পরিদর্শন করেন। রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, তদন্ত করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৭ ● ৪৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ