উ.কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

প্রথম পাতা » বিশ্ব » উ.কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে তার নিজ দেশের অর্থ বিভাগের আরোপ করা নিষেধাজ্ঞা---

শুক্রবার আকস্মিক বাতিলের ঘোষণা দিয়েছেন। টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন অর্থ বিভাগের আজকের ঘোষণায় বলা হয় যে অতিরিক্ত কঠোর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর সাথে যুক্ত করা হবে। এসব অতিরিক্ত নিষেধাজ্ঞা আমি আজ প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছি।’ তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্টের টুইটার বার্তায় ভবিষ্যতের যে অবরোধের কথা বলা হয়েছে তা এষনও ঘোষিত হয়নি। আগামি কয়েকদিনের মধ্যে তা ঘোষিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্টের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, প্েেরিসডন্ট ট্রাম্প চেয়ারম্যান কিমকে পছন্দ করেন এবং তিনি মনে করছেন না যে এসব অবরোধের দরকার আছে। সূত্র : এএফপি

বাংলাদেশ সময়: ১৪:২০:৪৭ ● ৭৭৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ