রাঙ্গাবালীতে কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন-এমপি মহিব

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন-এমপি মহিব
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন-এমপি মহিব
সাগরকন্যা রাঙ্গাবালী প্রতিনিধি ॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কেন্দ্রিয় কালি বাড়ী মন্দিরের উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালী ৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিববুর রহমান মহিব উপসিস্থিতিতে উপজেলার বাহেরচর বন্দর অবস্থিত কেন্দ্রীয় মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন  করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলেয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন সুলতানা, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) একে শামসুদ্দিন আবু, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কৃষ্ণ মিত্র, উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান আবদুল মাননান হাওলাদার, রাঙ্গাবালী ইউপি সাইদুজ্জামান মামুন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান আবু হানিফ মিয়া, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রমুখ।

এসময় কেন্দ্রিয় মন্দিরসহ উপজেলার সাতটি মন্দিরের সার্বিক উন্নয়নের সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সাংসদ।

কেএইচ/কেএস

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৭ ● ১১৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ