তালতলীতে অন্তসত্ত্বাকে মারধর, হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে অন্তসত্ত্বাকে মারধর, হাসপাতালে ভর্তি
শনিবার ● ২৩ মার্চ ২০১৯


প্রতীকী ছবি
সাগরকন্যা তালতলী প্রতিনিধি ॥
বরগুনার তালতলীতে জোরপূর্বক বাড়ীর গাছ কেটে ফেলার সময় বাঁধা দিলে গর্ভবতীকে বেধরক মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পরে।  শুক্রবার বিকেলে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া গ্রামের ইউনুছ হাওলাদার ও তার পুত্র আলমগীর হোসেন জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী দরিদ্র জাহাঙ্গীর হোসেনের বাড়ীর কয়েকটি মেহগনি ও চাম্বল গাছ কেটে ফেলছে। এ সময় দরিদ্র জাহাঙ্গীর হোসেনের বাড়ীতে থাকা তার বিবাহিত ৮ মাসের অন্তসত্ত্বা কন্যা পারভীন বেগম (২২) বাঁধা দিলে তাকে বেধরক মারধর করে। এতে পারভীন গুরুতর অসুস্থ হয়ে পরে। সে বরগুনা জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ১৮নং বেডে চিকিৎসাধীন রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামাল হোসেন জানিয়েছে, পারভীনের তলপেটে ভারী চাপ লাগার কারণে গর্ভের সন্তানের ক্ষতির সম্ভবনা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এমএএম/কেএস

বাংলাদেশ সময়: ১৫:১০:৫৭ ● ৪৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ