রাজাপুরে স্বতন্ত্র ঠেকাতে নৌকার পক্ষে বিএনপি

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে স্বতন্ত্র ঠেকাতে নৌকার পক্ষে বিএনপি
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥  
তৃতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২৪মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মিলন মাহমুদ বাচ্চুকে ঠেকাতে নৌকার পক্ষে কাজ করছেন বিএনপি নেতাকর্মীরা । জেলার গুরুত্বপূর্ন এ উপজেলা নির্বাচনে বিএনপি নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করলেও প্রথম সারির পদে থাকা নেতারা চুপ রয়েছেন ।

জানা গেছে, জেলার চার উপজেলার মধ্যে রাজাপুর উপজেলা নির্বাচন অন্য তিনটি উপজেলা থেকে আলাদা । এখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. মনিরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর আনারস প্রতীকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন । গত একাদশ সংসদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চুর শক্ত নেতৃত্বের কারনে উপজেলা বিএনপির নেতাকর্মীরা কোন অবস্থান তৈরি করতে পারেনি এ কারনে বিএনপি নেতা কর্মীরা বাচ্চুর প্রতি ক্ষোভ মেটাতে নৌকাতেই ভরসা করছেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী জানান ,বাচ্চুর জনপ্রিয়তা বেশী । গত সংসদ নির্বাচনে বিভিন্ন নির্বাচনী কর্মকান্ডের কারনে উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি মিলন মাহমুদ বাচ্চুর উপর আমাদের নেতা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যরিষ্টার এম শাহজাহান ওমর ক্ষুব্ধ । তাই আমাদের নেতার নির্দেশেই আমরা নৌকার হয়ে কাজ করছি ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন ,কেন্দ্রের নির্দেশেই বিএনপি উপজেলা নির্বাচনে অংশ গ্রহন থেকে বিরত রয়েছে । সেখানে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার প্রশ্নই আসেনা । যদি কোন বিএনপি নেতাকর্মীর নৌকার পক্ষে কাজ কারার অভিযোগ পাই, তাহলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩৯ ● ৪২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ