চরফ্যাশন তিন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশন তিন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯


---

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৪৫টি জন শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তকে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধা প্রদান করেছেন। তার মধ্যে চরফ্যাশন উপজেলার ৩টি প্রতিষ্ঠান রয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই সকল প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল, পরিচালনা পর্যদ/ ম্যানেজিং কমিটি ভেঙে দেয়া ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশের করে তালিকা শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের এমপিও বাতিল ও শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে চরফ্যাশনের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ গুলো হল চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়, আসলামপুর আজহার মাধ্যমিক বিদ্যালয় ও কুলসুমবাগ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের যোগদানে বাঁধা দেয়ার অভিযোগে ১২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপিও বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রতিষ্ঠান প্রধানদের এমপিও বাতিল এবং পরিচালনা পর্ষদ/ম্যানেজিং কমিটি ভেঙ্গে দেয়ার সুপারিশ করা হয়েছে। এ ব্যপারে চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন বলেন, ২০১৮ জনবল কাঠামো বাস্তাবায়ন হয়নি। ২০১০সালের নীতিমালা অনুযায়ী বেতন ভাতা প্রাপ্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৪:০৯:১২ ● ৪৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ