ভোট বাক্স ব্যালট পেপার ছিনতাই দেখতে চাইনা …নির্বাচন কমিশনার রফিকুল

প্রথম পাতা » বরগুনা » ভোট বাক্স ব্যালট পেপার ছিনতাই দেখতে চাইনা …নির্বাচন কমিশনার রফিকুল
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট বাক্স, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা দেখতে চাইনা। একটি আইনানুগ নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করছি। এ কথাগুলো বলেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আমতলী উপজেলার ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ইঙ্গিত করে বলেন ঐ নির্বাচনে দু’একটি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম অন্যায় সহ্য করা হবেনা। একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বরগুনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নিরপেক্ষ থেকে ভোট গ্রহনের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, বরগুনার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৫৬ ● ৫৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ