পদ্মায় জাজিরা প্রান্তে নবম স্প্যান

প্রথম পাতা » জাতীয় » পদ্মায় জাজিরা প্রান্তে নবম স্প্যান
বুধবার ● ২০ মার্চ ২০১৯


---

সাগরকন্যা ডেস্ক॥
মাওয়া থেকে জাজিরা প্রান্তের উদ্দেশে নেওয়া হয়েছে পদ্মা সেতুর আরও একটি স্প্যান ৬-ডি। সেতুর জাজিরাপ্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসানো হবে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্প্যান নিয়ে রওনা দেওয়া হয়। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘স্প্যান পৌঁছে গেছে। কাল সকালে স্প্যান বসানো হবে। স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার আর ওজন তিন হাজার ১৪০ টন।’
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যান। এর প্রায় ৪ মাস পর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর দেড় মাস পর ১১ মার্চ জাজিরা প্রান্তে ধূসর রঙের তৃতীয় স্প্যান বসানো হয়। এর ২ মাস পর ১৩ মে বসে চতুর্থ স্প্যান। এরপর এক মাস ১৬ দিনের মাথায় পঞ্চম স্প্যানটি বসে ২৯ জুন। ষষ্ঠ স্প্যানটি বসে ২৩ জানুয়ারী। আর সপ্তম স্প্যান বসে ২০ ফেব্রুয়ারি। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান।

বাংলাদেশ সময়: ১২:০১:০৬ ● ৩৭৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ