নাটোরে ওরসে যাওয়ার পথে পিক-আপ উল্টে নিহত ২

প্রথম পাতা » রাজশাহী » নাটোরে ওরসে যাওয়ার পথে পিক-আপ উল্টে নিহত ২
বুধবার ● ২০ মার্চ ২০১৯


---

নাটোর সাগরকন্যা প্রতিনিধি॥
নাটোরের বড়াইগ্রামে ওরসে যাওয়ার পথে পিক-আপ উল্টে দুইজন নিহত ও কমপক্ষে আরো ১৮জন আহত হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার কান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর ১৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা পাবনা পাড়ার জুলু প্রামাণিকের ছেলে জরিপ আলী (২৩) ও এর আগে রাতে রাজশাহী নেয়ার পথে একই গ্রামের মাহমুদ আলীর ছেলে রনি আহম্মেদ (২০) মারা যান। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে চাপিলা পাবনাপাড়া গ্রামের প্রায় ২৫ জন যুবক একটি পিকআপ ভ্যানে চেপে বড়াইগ্রাম উপজেলার রাথুরিয়া এলাকায় ওরসে যাচ্ছিলো। পথে কান্দাইল এলাকায় তারা আকস্মিকভাবে পিকআপের ওপর নাচ-গান শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক পর্যায়ে পিক-আপটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে কমপক্ষে ১৮জন আহত হয়েছেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে রনি আহম্মেদ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জরিপ আলী মারা যান।

বাংলাদেশ সময়: ১১:৪৮:১১ ● ৪৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ