রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » সর্বশেষ » রাঙ্গাবালীতে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত
বুধবার ● ২০ মার্চ ২০১৯


---

রাঙ্গাবালী (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।
রাঙ্গাবালী থানা পুলিশের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় ইউনিয়ন থেকে ৫টি দল অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাঙ্গাবালী সদর ও বড়বাইশদিয়া ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় রাঙ্গাবালী সদর দল ১৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং বড়বাইশদিয়া ১৪ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, রাঙ্গাবালী ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আব্দুল মন্নান, রাঙ্গাবালী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১:১১:৪৪ ● ৫৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ