উপজেলা পরিষদ নির্বাচন বাবুগঞ্জে লড়াই হবে নৌকা ও হাতুরি প্রতীকে

প্রথম পাতা » বরিশাল » উপজেলা পরিষদ নির্বাচন বাবুগঞ্জে লড়াই হবে নৌকা ও হাতুরি প্রতীকে
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯


---

আল আমিন, বাবুগঞ্জ (বরিশাল) থেকে॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে চেয়ারম্যান পদে প্রার্থীদের পোস্টার-ব্যানার ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণা। সবক’টি ইউনিয়নে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। সর্বত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কাজী ইমদাদুল হক দুলাল। অপরদিকে বিএনপি নির্বাচন না করার সিদ্ধান্তে নেই কোনো বিএনপির প্রার্থী। ফলে উপজেলার বিএনপির নেতাকর্মীরা নীরব রয়েছেন। তবে বিএনপি না থাকলেও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত আশির দশকের অন্যতম ছাত্রনেতা, মোজাম্মেল হক ফিরোজ দলীয় প্রতিক হাতুড়ী পেয়ে নির্বাচনী প্রচারণায় চালছেন। তার প্রচারণায় অংশ নিয়েছেন ওয়ার্কার্স পাটি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, উঠান বৈঠক, পথসভা ছাড়াও প্রার্থী ও তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অভিজ্ঞ ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়, দলের প্রতি নিবেদিত ও ত্যাগী ছাড়াও থাকতে হবে সততা, নিষ্ঠা- এমন স্বচ্ছ ভাবমূর্তি নেতাকে ভোট দিতে চান তারা। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, দল দেখে নয় যোগ্য ব্যক্তিকেই তারা ভোট দেবেন। প্রার্থীদের সঙ্গে আলাপচারিতায় জয়ের ব্যাপারে তারা সবাই আশাবাদ ব্যক্ত করেন।

উল্লোখ্য, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৫ হাজার ১৬২ জন। ২৪ মার্চ ৫৪টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:১৩ ● ৪৯৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ