সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ: ইনু

প্রথম পাতা » রাজনীতি » সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের চ্যালেঞ্জ: ইনু
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯


ফাইল ছবি
সাগরকন্যা ডেস্ক ॥
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পলিত নির্দেশনায় দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। দুর্নীতি ও বৈষম্য হটিয়ে সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। রবিবার বিকেলে গাইবান্ধার সাদ্ল্লুাপুর মডেল বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জাসদ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাইবান্ধা ৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) স্থগিত আসনে আগামি ২৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় মশাল প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম খুদিকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। জনসভায় উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জাসদের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে আগামি ২৭ জানুয়ারি এ নির্বাচনের দিন ধার্য হয়। নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০৯:৪১ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ