খাদ্য বান্ধব কর্মসূচি কলাপাড়ায় ১২ ডিলার চাল উত্তোলন করেনি, বিক্রি শুরু হয়নি সর্বত্র

প্রথম পাতা » লিড নিউজ » খাদ্য বান্ধব কর্মসূচি কলাপাড়ায় ১২ ডিলার চাল উত্তোলন করেনি, বিক্রি শুরু হয়নি সর্বত্র
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯


---

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিক্রি কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে এ চাল বিক্রি শুরু হয়েছে। এজন্য সরকারের নিযুক্ত ৩২ জন ডিলার রয়েছে। ৩২ স্পটে প্রত্যেক কার্ডধারীকে ১০টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি করে চাল বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু ১২ জন ডিলার চাল উত্তোলন না করায় তালিকাভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর সকলে প্রথম দিন চাল পায়নি। এ কারণে ডালবুগঞ্জ, ধানখালী, নীলগঞ্জ, মহিপুর, লালুয়া, টিয়াখালী, চাকামইয়া ইউনিয়নে পুর্নাঙ্গভাবে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চালু হয়নি। উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, ১২ ইউনিয়নের ২০ হাজার ১৫৩ পরিবার মার্চ ও এপ্রিল দুই মাস ১০ টাকা কেজি দরে চাল পাওয়ার কথা। কিন্তু ১২ ডিলার মঙ্গলবার পর্যন্ত চাল উত্তোলন করেনি। এ কারণে ডালবুগঞ্জ, লালুয়া ও চাকামইয়ায় পুর্নাঙ্গভাবে এবং অপর কয়টি ইউনিয়নে আংশিক চাল বিক্রি বন্ধ রয়েছে। তবে দুই একদিনের মধ্যে এ চাল পুর্নাঙ্গভাবে বিক্রি শুরু হবে। এছাড়া কার্ডধারী পরিবারের নাম ডিলারদের দোকানে প্রকাশ্যে টানিয়ে দেয়ার নির্দেশনা থাকলে টানানো হচ্ছে না। অভিযোগ রয়েছে তালিকায় বহু দরিদ্র পরিবারকে বাদ দিয়ে অবস্থাপন্ন স্বচ্ছল পরিবারের নামে ফেয়ারপ্রাইস কার্ড ইস্যু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩৫ ● ৪৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ