অতিদরিদ্র ২৫ পরিবারের মাঝে গরুঘরের জন্য টিন বিতরণ

প্রথম পাতা » সর্বশেষ » অতিদরিদ্র ২৫ পরিবারের মাঝে গরুঘরের জন্য টিন বিতরণ
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বে-সরকারি সংস্থা ব্র্যাক গলাচিপা অফিসের সহযোগিতায় আল্ট্রা পুত্তর গ্রাজুয়েশন কর্মসূচির আলোবেক সুবিধাভোগী অতি দরিদ্র পরিবারদের মাঝে গরুর ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে। দরিদ্র পরিবার প্রধানদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে টিন বিতরণ করেন গলাচিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক গলাচিপা এরিয়া ব্যবস্থাপক বাবু পরিতোষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শাখা ব্যবস্থাপক মো. জাহিদুল ইসলাম ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রিপন বিশ্বাস, শাখা ব্যবস্থাপক ইউপিজিমো. রেজাউল করিম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রতিনিধি বুদ্ধদেব, অমল বাড়ৈ ও ফিরোজ আলম।
উল্লেখ্য যে, ব্র্যাক গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের অতি দরিদ্র পরিবারদেরকে আর্থিক অগ্রগতি উন্নয়নসহ অর্থনৈতিক কাজে আয়, উন্নতির লক্ষ্যে এই প্রকল্পের আওতায় গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতি দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা ভোগী পরিবারকে গবাদি পশু পালন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থিক সহায়তা করার লক্ষ্যে দারিদ্র বিমোচন কর্মসূচির আলোকে ব্র্যাক সংস্থা এই উপজেলায় বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৫০ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ