চরফ্যাশনে কনের বাবা ও বরের কারাদন্ড, কাজীর জরিমানা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে কনের বাবা ও বরের কারাদন্ড, কাজীর জরিমানা
মঙ্গলবার ● ১৯ মার্চ ২০১৯


---

ভোলা সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন বাল্য বিবাহের প্রস্তুতিকালে আটক কনের পিতা ও বরকে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডিতরা হলেন, চেরবারহান উদ্দিন উপজেলার ছাগলা গ্রামের মৃত মোস্তফার পুত্র রাকিব(২১) এবং চরফ্যাশন থানার আছলামপুর ইউনিয়নের খোঁদেজাবাগ গ্রামের মৃত দীন মোহাম্মদের পুত্র মো.রুহুল আমিন(৫৫)। একই সাথে অভিযুক্ত উমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম ওরফে আবু কাজীকে ১৫হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রুহুল আমিন এই দন্ডাদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন জানান, বাল্য বিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আছলামপুর ইউনিয়নের সুলতান মিয়ার বাজার সংলগ্ন একটি মসজিদ থেকে বাল্য বিয়ের প্রস্তুতিকালে তাদের আটক করে এদন্ডাদেশ দেয়া হয়েছে। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, কনের পিতা এবং বরকে মঙ্গলবার সকালে জেল হাজতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য উক্ত আবু কাজীর বিরুদ্ধে একাধিকবার এলাকায় বাল্য বিবাহ পড়ানোর অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১১:৫৩ ● ৫৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ