সিলেটে জাল ভোট দিতে গিয়ে ৬ যুবক আটক

প্রথম পাতা » সর্বশেষ » সিলেটে জাল ভোট দিতে গিয়ে ৬ যুবক আটক
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


---

সিলেট সাগরকন্যা প্রতিনিধি॥
সিলেটে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে ছয় যুবককে আটক করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, যুবকরা অন্য নামে ভোটার স্লিপ নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দেওয়ার জন্য কক্ষে প্রবেশ করলে ভোটার নাম্বার মিলাতে গিয়ে সহকারী প্রিজাইডিং ও পুলিশ কর্মকর্তা তাদের জাল ভোটার হিসেবে শনাক্ত করেন। এ সময় প্রিজাইডিং কর্মকর্তা তাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে তুলে দেন। আটক ছয় যুবক হলেন- তিন নম্বর ফতেহপুর ইউনিয়নের হেমু গ্রামের বাসিন্দা সায়মন আহমদ, কুতুবউদ্দিন, পারুল আহমদ, সায়ফুদ্দিন, আল-আমিন ও দেলোয়ার। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ বলেন, ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে দেওয়া হয়। উপজেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের সাজা দেওয়া হবে, নাকি মুচলেখায় ছেড়ে দেওয়া হবে, তা ভোটগ্রহণ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া নির্বাচনে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৪০:৪৬ ● ৪৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ