বাগেরহাটে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


---

বাগেরহাট সাগরকন্যা প্রতিনিধি॥
বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা বিরোধের জেরে হাতাহাতির ঘটনায় অভিযোগ দিয়ে পুলিশ নিয়ে বাড়ি ফেরার পথে লোকমান মাঝি (৫০) নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মোরেলগঞ্জ থানার গেটে এ ঘটনা ঘটে। লোকমান মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালি এলাকার আছমত মাঝির ছেলে। এ ঘটনায় প্রতিবেশী ইউনুছ হাওলাদারকে আটক করেছে পুলিশ।
লোকমানের স্ত্রী নেহারু বেগম ও ছেলে আরিফ মাঝি বলেন, প্রতিবেশী ইউনুছ হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে ইউনুছসহ কয়েকজন সোমবার দুপুরে অতর্কিত হামলা চালায়। মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, দুপুরে লোকমান মাঝি থানায় এসে বলে- আমার বাড়িতে পুলিশ পাঠান মারামারি হচ্ছে। আমি লোকমান মাঝির সঙ্গে পুলিশ পাঠিয়ে দেই। এ সময় থানার গেট পর্যন্ত যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউনুছ হাওলাদার নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:১৮:২২ ● ৫৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ