রাঙামাটিতে ভোট শেষে গুলিতে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৪

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটিতে ভোট শেষে গুলিতে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৪
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


প্রতীকী চিত্র
রাঙামাটি সাগরকন্যা প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট শেষে সরঞ্জাম নিয়ে যাওয়ার পথে গুলিতে এক প্রিসাইডং কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত পাঁচজন। সোমবার বাঘাইছড়ি-দিঘিনালা সড়কের নয় মাইল এলাকায় এ হামলা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি মঞ্জুরুল আলম জানান।

নিহতদের একজন হলেন, প্রিসাইডিং কর্মকর্তা সিজক কলেজের শিক্ষক আবদুল হান্নান। বাকিদের নাম জানা যায়নি। ওসি বলেন, বাঘাইছড়ির একটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যরা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে নয় মাইল এলাকায় তাদের উপর গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। এতে অন্তত চারজন নিহত হন। আহত হন আরও অন্তত পাঁচজন।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২১ ● ৫৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ