ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ১৮ হাজার মিটার কারেন্ট জালসহ আটক

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে ১৮ হাজার মিটার কারেন্ট জালসহ আটক
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


---

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি
ঝালকাঠিতে পোনা সংরক্ষণ সপ্তাহের ভেতর ১৮ হাজার মিটার কারেন্টজালসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল।
সোমবার দুপুরে শহরতলীর কৃষ্ণকাঠী এলাকায় ওমর ফারুক নামের ওই জাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মেজর সফিকের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮এর দলটি গোপন সংবাদে এ অভিযান চালায়। পরে ঝালকাঠির ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু জার মোহাম্মদ ইজাজুল হক আটক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দেন। উদ্ধার হওয়া নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার আবু জার মোহাম্মদ ইজাজুল হক বলেন, আটক ওমর ফারুক কারেন্ট জাল আমধানি করেন এবং বিক্রী করেন। এ অপরাধে তাকে এক বছরের সশ্রম কারদন্ড দিয়েছি। এতে মানুষ সচেতন হয়ে কারেন্ট জাল বিক্রী ও ব্যাবহার কমে যাবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:১১ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ