সুনামগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণে ৪ দিনেও গ্রেফতার নেই

প্রথম পাতা » সর্বশেষ » সুনামগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণে ৪ দিনেও গ্রেফতার নেই
রবিবার ● ২০ জানুয়ারী ২০১৯


প্রতীকী চিত্র
সুনামগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি ॥
সুনামগঞ্জে বাক প্রতিবন্ধী এক সাঁওতাল তরুণীকে ধর্ষণের অভিযোগের চার দিনেও আসামি গ্রেফতার হয়নি। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মথুরকান্দি ইউনিয়ন পরিষদের দফাদার কৃষ্ণ হাজং বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা পবিত্র কুমার সিংহ বলেন, হবিগঞ্জের চুনারুঘাটের সাঁওতাল সম্প্রদায়ের বাক প্রতিবন্ধী ওই তরুণী (২৫) বিশ্বম্ভরপুরের সীমান্তবর্তী ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের মথুরকান্দি বাজারে যান। রাত ১০টার দিকে বাজার থেকে ফেরার পথে স্থানীয় কাপনা গ্রামের রইছ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৩৫) পাশের বাঁশ ঝারে নিয়ে তাকে ধর্ষণ করে। পবিত্র কুমার বলেন, ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে খাইরুল পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিয়ে যান। ওই রাতেই ইউনিয়ন পরিষদের তফাদার কৃষ্ণ হাজং তাকে থানায় নিয়ে যান বলে পবিত্র কুমার জানান। শুক্রবার পুলিশ ওই তরুণীকে চিকিৎসা ও পরীার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। মামলার একমাত্র আসামিকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সাঁওতাল ওই তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রাথমিক আলামতে নিশ্চিত হওয়া গেছে। তার চিকিৎসা চলছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪৪ ● ৪৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ