চরফ্যাশন শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশন শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


চরফ্যাশন শিক্ষা অফিসের বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চরফ্যাশন মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আসন্ন শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা সোমবার বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষা অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন, বক্তব্য রাখেন, পশ্চিত জিন্নগড় নুরীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছিদ্দিক, হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ূন কবির রাজন, ফাতেমা মতিন মহিলা উপাধ্যক্ষ বাবুল চন্দ্র দাস, দুলারহাট আদর্শ ডিগ্রী কলেজের উপধ্যক্ষ, নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ। শিক্ষা অফিসার বলেন, আগামী ২০ মার্চ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন এভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১ মার্চ উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হবে। ওই তারিখের পূর্বেই শিক্ষা অফিসের প্রত্যেক প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের বায়োডাটা মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক অফিস কক্ষে প্রেরণ করার জন্যে আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:২৪ ● ৪৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ