বঙ্গবন্ধু আমাদের মানসপটে বিদ্যমান: আতিউর রাহমান

প্রথম পাতা » রাজশাহী » বঙ্গবন্ধু আমাদের মানসপটে বিদ্যমান: আতিউর রাহমান
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


ফাইল ছবি
রাজশাহী সাগরকন্যা প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু আমাদের মানসপটে বিদ্যমান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ আতিউর রহমান। রবিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্তমঞ্চে গুনগত শিক্ষা নিশ্চিতকরণে তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংসগঠন ওয়ার্ল্ড লিংকআপ এ আলোচনা সভার আয়োজন করে।

আতিউর রহমান বলেন, বাংলাদেশে ইতিহাস ও ঐতিহ্যের সাথে তরুণরা অতোপ্রতোভাবে জড়িত। ঊনসত্তরের গণঅভ্যুত্থান থেকে শুরু করে একাত্তরের মুক্তিযোদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে তরুণ সমাজের ভূমিকা অনন্য। এ তরুণ সমাজের সঙ্গে সরাসরি সর্ম্পক স্থাপন করতে পারতো বঙ্গবন্ধু। যার কারণে তার ডাকে মুক্তিযোদ্ধে তরুণরাই সবার্ধিক অংশগ্রহণ করেছিল। দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধুও তরুণদের কথা চিন্তা করে বলেছিলেন আমি ভবিষ্যত বংশধরদের জন্য কাজ করছি। দুর্ভাগ্য আমাদের তার তিন বছর না যেতে আমরা তাকে হারিয়ে ফেলি। তবে এটি সত্য যে বঙ্গবন্ধুকে শারারীকভাবে বিচ্ছিন্ন হলেও তিনি মানসিকভাবে বিদ্যমান। তরুণদের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি বিদ্যামান উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর বলেন, অন্যের দূর্বলতাকে অবলম্বন না করে নিজে যোগ্যতায় চেষ্টা চালাতে হবে। তরুণদের মধ্যে সফলতার জন্য বুভুক্ষা থাকতে হবে। তবেই সফলতা আসবে।

শাহাদুজ্জামান শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু প্রমুখ।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৪৯ ● ৫৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ