যুক্তরাষ্ট্রে মসজিদগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা

প্রথম পাতা » বিশ্ব » যুক্তরাষ্ট্রে মসজিদগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা
রবিবার ● ১৭ মার্চ ২০১৯


---

সাগরকন্যা আন্তর্জাতিক ডেস্ক॥

নিউজিল্যান্ডে মসজিদে হামলার পর যুক্তরাষ্ট্রের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা মুসলিম সেন্টারে এসে নগরীর পুলিশ বিভাগ হিসেবে পরিচিত, এন ওয়াই পিডির কমিশনার জেমস ওনিল জানান, এখানে এ ধরনের ঘটনার সুযোগ অত্যন্ত কম। এরপরও, অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকায় শুক্রবার জুম্মার নামাজ শুরুর অনেক আগেই পুলিশ সদস্যরা অবস্থা নেয়। অনেক এলাকায় রাস্তা বন্ধ করে নামাজ আদায়ের সুযোগ করে দেয় পুলিশ। মসজিদে গিয়ে এ হামলার নিন্দা জানিয়েছেন স্থানীয় কংগ্রেসম্যান, সিনেটর সদস্যরা। গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা করে এক সন্ত্রাসী। নির্বিচারে গুলি করে জুমার নামাজে অংশ নিতে যাওয়া মানুষদের। এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই মসজিদেই নামাজ পড়ার জন্য রওনা দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা। মাঝপথে এক নারী তামিম-মিরাজদের জানান, মসজিদে গোলাগুলি হচ্ছে। এরপর দ্রুত এলাকা ত্যাগ করেন তামিমরা।

বাংলাদেশ সময়: ১৮:২৮:৫৭ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ