ছাতক পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতক পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫


ছাতক পৌরসভায় অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ছাতক (সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রায় ২৭বছর পর সুনামগঞ্জের ছাতক পৌরসভার রাজস্ব খাতভূক্তত কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অফিস ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯এপ্রিল) পৌর সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম।
উদ্বোধন শেষে পৌরসভার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান, স্টোর এন্ড লেজার ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, রিসিভিং এন্ড ইস্যুয়িং লেটারস এন্ড ম্যাটারিয়ালস, চাকুরী বিধি অনুযায়ী অসদাচরণ, কর্তব্য কর্মে অবহেলা, দন্ডের বিধান ও নিষ্পত্তির প্রক্রিয়া ও টিএ-ডিএ, মোটিভেশন ও সময়ানুভর্তিতা ইত্যাদি বিষয়য়ে প্রশিক্ষণ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোঃ শফিউর রহমান।

এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে পৌরসভা গঠিত হলেও কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস ব্যবস্থাপনা মূলক কোনও ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয় নি। আমি পৌরসভায় প্রশাসক হিসাবে যোগদানের পর দেখেছি যে, তাদের সেবা দেওয়ার যথেষ্ট মন মানসিকতা থাকলেও পদ্দতিগত কিছুটা ত্রুটি বিরাগ মান রয়েছে। সেই বিষয়গুলোকে আমরা কিভাবে জনগণের মাঝে অল্প সময়ে সল্প খরচে দ্রুত সেবা দিতে পারি। তারা যাতে তাদের কর্ম স্পৃহা ফিরে পায় এবং কর্ম স্পৃহার সাথে জনগণকে তাদের সেবা দ্রুত গতিতে অতি সহজে দিতে পারে। অফিসের যেকোনও ফাইল ম্যানেজমেন্টগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারে। সে জন্য দীর্ঘ ২৭বছর পরে মৌলিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ আয়োজন করেছি। এটি তাদের মাঝে কর্মতৎপরতার পাশাপাশি তাদের উৎসাহ হিসাবে কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. আব্দুল মালিক, হিসাব রক্ষক কুলসুমা বেগম, কর নির্ধারক মো. শহীদুল হক মোল্লা, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী শিলা রানী বড়ুয়া, সহকারী লাইসেন্স পরিদর্শক চন্দন কুমার বর্ধন, স্টোর কীপার অজিত কুমার দাস, মো. যুবরাজ মিয়া চৌধুরী, ইফতেহার আহমেদ, কনজারেভেন্সী সুপারভাইজার বিজয় পাল, টিকাদান সুপারভাইজার লাভলী ব্যনার্জী, সুইপার সুপারভাইজার সুব্রত হালদার, এম.এল.এস.এস পরিমল চন্দ্র দাস, নিম্ন সহকারী কাম মুদ্রাক্ষরিক মো: আসাদুজ্জামান, লোনা চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, নক্সাকার আজিজুল হক, কার্য-সহকারী ফজলুল হক, জুয়েল লাল রায়, মো. হোসাইন আহমদ, মিকচার মেশিন অপারেটর ফাহিম আহমেদ ইমন, বিদ্যুৎ লাইনম্যান শশাংক মালাকার, বিদ্যুৎ হেলপার রতন কুমার দাস, মো. আব্বাস উদ্দিন, বিদ্যুৎ লাইনম্যান সুদীপ চন্দ্র কর, শাহ মো. টিটু, ফটোকপি অপারেটর আমিনুর রহমান, টিকাদানকারী কুন্তলা রানী রায়, শিল্পী রানী দে, দানিয়া নিজামী জন প্রমুখ।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:৫৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ