আমতলীতে ডাল ক্ষেতে বজ্রপাতে নারী নিহত

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ডাল ক্ষেতে বজ্রপাতে নারী নিহত
মঙ্গলবার ● ২৯ এপ্রিল ২০২৫


আমতলীতে ডাল ক্ষেতে বজ্রপাতে নারী নিহত

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি:

 

মাঠ থেকে ডালের আটি নিয়ে বাড়ী ফেরা হলো না দুই সন্তানের জননী গোলেনুরের (২৫)। বজ্রপাতে মাঠেই নিহত হয়েছেন তিনি। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলার কুকুয়া  ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের মোসলেম গাজীর মেয়ে গোলেনুর বেগম গত সোমবার বাবার বাড়ীতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে মা গোল ভানু মাঠে ডাল তুলতেছিল। ওই ডালের আটি বাড়ী আনতে মাঠে যায় গোলেনুর। আটি নিয়ে বাড়ী ফেরার পথে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। ওই বজ্রপাতে গোলেনুরের শরীর জ্বলসে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। গোলেনুরের স্বামীর নাম শামীম মৃধা। তার বাড়ী একই ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে। এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রিমন বলেন, মাঠে ডালের আটি আনতে গিয়ে বজ্রপাতে গোলেনুর নিহত হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। তারাই ব্যবস্থা নিবেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আবেদন করলে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে।

 

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:২৫ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ