বামনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » বরগুনা » বামনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫


বামনায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  সোমবার খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা। উপজেলা কৃষি  কর্মকর্তা  ফারজানা তাসমিনের সভাপতিত্বে উপস্হিত ছিলেন  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আনিসুর রহমান সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
তিন হাজার কৃষক প্রত্যেককে ৫ কেজি উফসী আউশ ধানবীজ, ১০ কেজি টিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন  জানান, বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৬:২৩ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ