টিকিকাটা আঃ ওহাব মহিলা মাদ্রাসার সভাপতি হলেন ইউএনও

প্রথম পাতা » পিরোজপুর » টিকিকাটা আঃ ওহাব মহিলা মাদ্রাসার সভাপতি হলেন ইউএনও
শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫


টিকিকাটা আঃ ওহাব মহিলা মাদ্রাসার সভাপতি হলেন ইউএনও

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের মঠবাড়িয়া টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার  গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিষ্টার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।এতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাধারণ শিক্ষক সদস্য মো. আব্দুল হালিম, অভিভাবক সদস্য রুবেল মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ (ছয়) মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো। আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো। এডহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম বলেন, টিকিকাটা আঃ ওহাব মহিলা আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি। মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:০৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ