
আগৈলঝাা ও গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝা ড়ায় মাদক উদ্ধার অভিযানের সময় র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র্যাবের ২ সদস্য গুরুতর আহত হলে র্যাব আত্মরক্ষার্তে পাল্টা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ মাদক ব্যবসায়ী হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রত্œপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোড়াব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধে নিহত মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে। গুলিবিদ্ধে আহত মাদক ব্যবসায়ী রাকিব মোল্লা (২৭) একই গ্রামের খালেক মোল্লা ছে।ে গুরুতর আহত র্যাব সদস্য আরিফ হোসেন, রাজীব হোসেন ও মাদক ব্যবসায়ী রাকিব মোল্লাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থাণীয়দের সাথে কথা বলে জানাগেছে, বরিশাল র্যাব-৮এর সাদা পোশাকধারী একদল সদস্য সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিাকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরাব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা, রাকিব মোল্লার নেতৃত্বে সাদা পোশাকধারী র্যাব সদ দের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে র্যাব সদস্য আরিফ হোসেন, রাজীব হোসেনকে আহত করে। এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লার বুকের ডান পাশে ও রাকিব মোল্লার পেটে গুলি গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনার পর এলাকায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। অপরদিকে গুরুতর আহত র্যাবের সদস্য আরিফ হোসেন, রাজীব হোসেনকে প্রথমে আগৈলঝাড়া উপঝেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
আগৈলঝাড়া থানার ওসি অলিউর রহমান জানান, বিষয়টি র্যাবের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় জেলা পুলিশ সুপারের অনুমতি ছাড়া এ ব্যাপারে তথ্য দিতে রাজি হননি।
গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ঘটনাস্থল আগৈলঝাড়া থানাধীন হওয়ায় এ ব্যাপারে আমরা কিছুই জানি না।
এএসআর/এমআর